Tuesday, March 18, 2014

আপনি কি ল্যাপটপ ইউজ করেন? ল্যাপটপ খুব গরম হয়ে যায়? তাহলে এই টিউনটি আপনার জন্যই


১) ল্যাপটপ রাখার জন্য একটা মসৃণ , শক্ত ও সমতল জায়গা খুঁজুন :

আমরা অনেক সময় বিছানায় ল্যাপটপটা নিয়ে কাজ করি । কখনই বিছানাতে রেখে ল্যাপটপ এ কাজ করবেন না । ল্যাপটপটা একটা মসৃণ , সমতল আর শক্ত জায়গাতে রাখুন যাতে হাওয়া চলাচল রুদ্ধ না হয় । কোলে রেখেও কাজ করাটা ঠিক না , মাটিতেও রাখবেন না ল্যাপটপটা কে কারন মাটি থেকে খুব সহজেই ধুলোবালি প্রবেশ করবে । সবথেকে ভালো একটা পরিস্কার টেবিল এ ল্যাপটপটা রেখে কাজ করুন । পারলে ঠাণ্ডা ঘরে ল্যাপটপটা রেখে কাজ করুন আর ল্যাপটপটাতে কখনই সরাসরি সূর্যালোক পরতে দিবেন না ।

২) ল্যাপটপকে ধুলোবালি মুক্ত রাখুন :

ল্যাপটপ গরম হওয়ার একটা অন্যতম কারন হল ল্যাপটপে ময়লা জমা । ময়লা পরিস্কার করার জন্য আপনি computer vacuum ইউজ করতে পারেন । আর একটা উপায় হল ল্যাপটপটা খুলুন আর সরাসরি ফ্যানের তলায় রাখুন তবে খেয়াল রাখবেন যাতে ল্যাপটপটার কোন অংশে ক্ষতি না হয় । তবে এসব করার আগে যেটা অবশ্যই মনে রাখবেন সেটা হল ল্যাপটপটা যেন বন্ধ করা থাকে । আর যদি আপনি ল্যাপটপটার ময়লা পরিস্কার করতে না পারেন তাহলে service center এ নিয়ে গিয়ে দেখতে পারেন । কোন কোন ল্যাপটপ এ Dedusting বলে একটা অপশন থাকে যাতে আপনার ল্যাপটপটার ফ্যান এর স্পীড বেড়ে গিয়ে ময়লা পরিস্কার হয় । চেক করুন আপনার ল্যাপটপটাতে এ ধরনের কোন অপশন আছে কিনা ।

৩) একটা স্ট্যান্ড কিনুন :

ল্যাপটপ এর জন্য বিভিন্ন স্ট্যান্ড কিনতে পাওয়া যায় সম্ভব হলে এরকম একটা স্ট্যান্ড কিনুন ।

৪) ল্যাপটপ এর সেটিংস্‌ চেক করুন :

চেষ্টা করবেন একটু দামি ল্যাপটপ কিনতে বিশেষত যারা Game খেলেন আর Movie দেখেন । যদি আপনার ল্যাপটপ এর সফটওয়্যার গুলো ভালো কাজ করে তাহলে ওগুলো কে বিনা কারনে আপডেট করবেন না । যখন আপনি ল্যাপটপটা ব্যাটারিতে চালাবেন তখন চেষ্টা করবেন স্ক্রীন এর brightness কমিয়ে রাখার , যেসব application আপনি তখন ব্যবহার করবেন না সেগুলো বন্ধ করে রাখবেন । এতে করে আপনার ল্যাপটপটার সিপিউ এর উপর চাপ কমবে । সর্বোপরি, দেখবেন যেন ল্যাপটপটার power-management settings গুলো সব ঠিক আছে ।

৫) ল্যাপটপটাকে রেস্ট দিন :

একটানা গেম খেলবেন না বা বেশি ভারি কাজ করবেন না । পারলে আপনার ল্যাপটপটাকে রেস্ট দিন । ল্যাপটপটাকে একটানা কয়েকদিন চালানও ঠিক না । ল্যাপটপটাকে ঠাণ্ডা করার জন্য কুলারও ব্যবহার করতে পারেন ।
এছারা আপনি ইউটিউব থেকে এই ভিডিওটাও দেখতে পারেন এটা খুব কাজে দেবে ।   টিউনটা ভালো লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই জানাবেন । ভালো থাকবেন । ধন্যবাদ

No comments:

Post a Comment