আশা করি সবাই আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন।
তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
- এই কাজটি করার জন্য প্রথমে start বাটন এ ক্লিক করুন।
- আপনি এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন।
- তার মধ্য থেকে আপনি control panel এ ক্লিক করুন।
- এখানেও আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন ,তার মধ্য থেকে আপনি accecibility options এ ক্লিক করুন।
- দেখবেন যে আপনার সামনে একটি বক্স open হয়েছে।
- এই বক্স এর মধ্যে আপনি 4-5 টা ট্যাব দেখতে পাবেন।এখন আপনি মাউস ট্যাবে ক্লিক করুন।
- এখানে use mouse key লেখার বাম পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স দেখতে পাইছেন,তাতে টিক চিহ্ন দেন।
- কাজ শেষ।
- এবার আপনি keyboard এর ডান পাশের 123456789 এই button গুলো টিপ দেন।mouse_and_kb02
- দেখবেন যে কাজ করতেছে।যদি কাজ না করে তাহলে num lock বাটন এ চাপ দিন।
- এবার দেখবেন কাজ করতেছে।