Sunday, February 16, 2014

এবার আপনার সিম্বিয়ান ফোন হ্যাক করুন পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে মাত্র ২ মিনিটে

আজ আপনার সিম্বিয়ান ফোনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম। আপনারা এতোদিনে সবাই তা জানেন, অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম। ভুল হলে ক্ষমা করবেন। এই টিউনটি সিম্বিয়ান ইউজারদের জন্য।
অনেক সময় দেখা যায়যে, সিমবিয়ান ফোনে সফটয়ার ইন্সটল করার সময় Certificate Expired, Unable to isntall জাতীয় বিভিন্ন লেখা আসে ফলে ঐ সফটয়ার ইন্সটল করা যায় না। এই সমস্যা থেকে মুক্তির উপায় একটাই- তা হল সিমবিয়ান ফোনটি হ্যাক করা।
তাহলে শুরু করি :<br /> যন্ত্রপাতিঃ
১. Norton Symbian Hack
২. RomPatcherPlus_3.1
৩. X-Plore
৪. Isntallserver.exe
কাজের ধারাঃ
১. প্রথমে নিচের লিঙ্ক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে Extract করে নিন।এবার Extract করা পুরো ফোল্ডারটি আপনার ফোনের মেমরিতে এ নিয়ে নিন।
মিডিয়াফায়ার
২. Norton Symbian Hack ইন্সটল করুন। এটি ওপেন করে Antivirus>Quarantine list এ যান। এখানে ৩ টি ফাইল পাবেন (কোন কোন ক্ষেত্রে কম হতে পারে)।এবার Option থেকে Restore All করুন।Exit দিয়ে বের হয়ে আসুন। এবার Norton Symbian Hack অ্যাপ্লিকেশন টি ফোন থেকে রিমুভ/ডিলেট করে দিন।
৩. এবার X-Plore সফটওয়ার টি ইন্সটল করুন।
৪. এবার RomPatcherPlus_3.1 ইন্সটল করুন।
৫. RomPatcher+ ওপেন করুন। Option থেকে All Patches> Apply All দিন।
এখন যদি InstallServer RP+ এবং Open4All RP+ সবুজ চিহ্ন হয় তাহলে আপনার কাজ শেষ।
আর যদি InstallServer RP+ লাল ও Open4All RP+ সবুজ চিহ্ন হয় তবে Installserver ....exe লাগবে।
৬. এবার আপনার ফোনের ভার্সন অনুযায়ী C:/sys>bin ফোল্ডারে Isntallserver.exe ফাইলটি কপি পেস্ট করে দিতে হবে।তার জন্যে X-Plore ওপেন করে 0(জিরো) চাপুন। এখান Show Hidden File এবং Show System file/folders এ টিক দিন ।কপি-পেস্ট হয়ে গেলে ফোন টি বন্ধ করে আবার চালু করুন। ব্যাস আপনার ফোনটি হ্যাক হয়ে গেল
ভার্সন অনুযায়ী Isntallserver.exe ফাইল না নিলে দেখবেন যে, আপনার কোন ইন্সটল করা সফটওয়ার রিমুভ করা যাচ্ছে না। তাই নিশ্চিত হয়ে নিন কোনটি আপনার প্রয়োজন।
৭.Isntallserver পেতে হলে All nokia symbian install server by RAIHAN.zip ফইলটি ওপেন করুন সেখানে ৫ টি ফাইল পাবেন। যেকোনো একটি ওপেন করে Informasi.txt টি ওপেন করুন সেখানে আপনার ফোন মডেল থাকলে, ঐ ফাইলে থাকা Isntallserver.exe হচ্ছে আপনার মোবাইলের Isntallserver । যদি না থাকে তাহলে আরেকটি ফাইল ওপেন করে দেখুন।
৮.তাছাড়া google.com এ সার্চ দিয়েও আপনার মোবাইলের মডেল অনুযায়ী Isntallserver.exe পেতে পারেন ।
মন্তব্যঃকোন সমস্যা হলে কমেন্ট করুন।

আপনার ল্যাপটপের পরিচর্যার জন্য কিছু প্রয়োজনীয় টিপস......

আপনার প্রিয় ল্যাপটপটির স্থায়িত্ব বাড়ানোর জন্য এর পরিচর্যা করা প্রয়োজন। কোনো কিছু প্রতিকারের চেয়ে তা প্রতিরোধ করা উত্তম। তাই সামান্য অসাবধানতার জন্য আপনার ল্যাপটপের যেন কোনো ক্ষতি না হয়। সেই জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। নিচের স্টেপগুলো মনে রেখে সেই অনুযায়ী কাজ করলে আপনার ল্যাপটপটির স্থায়িত্ব বাড়বে এবং ল্যাপটপ মেরামতের খরচও কমে যাবে। একইসাথে কিছু স্টেপ আপনার ল্যাপটপের গতি বাড়াতেও সাহায্য করবে।
১. যে কোনো ধরনের তরল পদার্থ ল্যপটপ থেকে দূরে রাখুন
ল্যপটপের আশেপাশে যে কোনো ধরনের তরল পদার্থ যেমন পানি, চা, কফি, সফট ড্রিংস ইত্যাদি রাখবেন না। এসব পানিয় দ্রব্য পানের সময় অসাবধানতার কারনে যদি ল্যপটপে পড়ে যায় তবে তা আপনার ল্যাপটপের অনেক ক্ষতি করতে পারে। এসব পানিয় দ্রব্য ল্যপটপের অভ্যন্তরীণ ইলেক্ট্রনিক সার্কিটগুলোকে অকেজো করে দিতে পারে। যা মেরামত করা অনেক খরচ সাপেক্ষ।
২. ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন:যে কোনো ডাউনলোডকৃত ফাইলেই ভাইরাস থাকতে পারে যা অনেক ক্ষেত্রে সার্কিটের সমস্যা ও সফটওয়্যার সমস্যার সৃস্টি করতে পারে। এছাড়া অনেক ভাইরাস আপনার ল্যপটপের স্পিড স্লো করে দিতে পারে। তাই অনেকেই স্পিড কমে যাওয়ার ভয়ে ল্যাপটপে অ্যান্টিভাইরাস ব্যবহার করেনা। তারা দ্রুত একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।
৩. খাদ্যদ্রব্য ল্যপটপ থেকে দূরে রাখুন:ল্যপটপ ব্যবহারের সময় খাওয়া দাওয়া করবেন না। খাবারের ছোট ছোট টুকরা বা গুড়া ল্যাপটপের কী-বোর্ডের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে। এছাড়াও এর মাধ্যমে ল্যাপটপের ওপরের অংশে ময়লার আস্তরন জমতে পারে।
৪. ল্যাপটপ ব্যবহারের আগে হাত পরিষ্কার করে নিন:হাতে জমে থাকা ময়লা আপনার ল্যাপটপের কী-প্যাড ও টাচ প্যাডে ময়লার আবরন তৈরি করতে পারে। এছাড়াও হাত ধুয়ে ল্যাপটপ ব্যবহার করলে ঘাম ও ছোট ছোট ধুলাবালির কারনে কীপ্যাডের রং ক্ষয়ও অনেকটা কমানো যাবে।
৫. ল্যাপটপের মনিটরটির যত্ন নিন:ল্যপটপটি বন্ধ করার সময় খেয়াল রাখুন যেন কী-বোর্ডের ওপরে কোনো ছোট বস্তু না থাকে। যে কোনো ছোট জিনিস হলেও তা আপনার এলসিডি স্ক্রিনটিতে দাগ সৃষ্টি করতে পারে। এলসিডি মনিটরটি বন্ধ করার সময় মাঝখানে ধরে বন্ধ করবেন। বারবার শুধু সাইডে ধরে বন্ধ করার ফলে তা বেঁকে যেতে পারে।
৬. ল্যপটপ তোলার সময় এর কেসিং ধরে তুলুন মনিটর ধরে নয়:যদি আপনি ল্যাপটপ তোলার সময় এর মনিটর ধরে তোলেন তাহলে তা স্ক্রিনে দাগ সৃষ্টি করতে পারে এমনকি ডিসপ্লে নষ্টও হয়ে যেতে পারে।
৭. ল্যাপটপের ওপর ভারি বস্তু রাখবেন না:ভারি বস্তু যেমন বইপত্র আপনার ল্যাপটপের ওপর রাখবেন না। এর ফলে ল্যপটপের মনিটরের ওপর কী-বোর্ডের চাপ পড়তে পারে। এছাড়াও সিডি-রম এর প্রবেশপথটিও সংকুচিত হয়ে যেতে পারে যার ফলে ড্রাইভটি ভেঙ্গে যাওয়া সম্ভাবনা থাকে।
৮. সঠিক মাপের ল্যাপটপ ব্যাগ ব্যবহার করুন:ল্যপটপের ব্যাগ নির্বাচনের সময় খেয়াল রাখুন যেন আপনার ল্যাপটপটি সহজেই ভ্যাগটিতে তোলা ও নামানো যায় অর্থ্যাৎ ব্যাগটিকে পর্যাপ্ত বড় হতে হবে। ল্যাপটপ নিয়ে কোথাও যাওয়ার সময় ল্যাপটপ ব্যাগ ব্যবহার করবেন। এতে ল্যাপটপটি পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।
৯. বিছানায় ল্যাপটপ ব্যবহার করবেন না: সবসময় বিছানাতেই ল্যাপটপ ব্যবহারের ফলে বিছানার ময়লাগুলো ল্যাপটপের ফ্যানের মাধ্যমে ভেতরে ঢুকে যেতে পারে। যা ফ্যানটিকে ব্লক করার পাশাপাশি অভ্যন্তরিন যন্ত্রপাতিরও ক্ষতি করতে পারে।
১০. ল্যাপটপ ব্যাগে অতিরিক্ত কিছু নেওয়ার সময় সতর্ক থাকুন:ল্যাপটপ ব্যাগে ল্যাপটপের সাথে ভারি কিছু নেওয়া থেকে বিরত থাকুন। এগুলো ল্যাপটপের কেসিং ভেঙ্গে যাওয়ারও কারন হতে পারে।
১১. পায়ের ওপর রেখে বেশি সময় ধরে ল্যাপটপ ব্যবহার করবেন না:এতে ল্যাপটপের ভেতরে গরম হয়ে যেতে পারে যা আপনার ল্যাপটপের আয়ু কমিয়ে দেবে।
১২. হঠাৎ পরিবর্তিত কোনো তাপমাত্রায় ল্যাপটপ ব্যবহার করবেন না:আপনি যদি বাইরে থেকে কোনো শিতাতপ নিয়ন্ত্রিত ঘরে প্রবেশ করেন তাহলে তখনই আপনার ল্যাপটপটি চালু করবেন না। আগে নতুন তাপমাত্রার সাথে এর অভ্যন্তরিন তাপমাত্রা পরিবর্তিত হতে দিন।
১৩. যে কোনো প্রকার ম্যাগনেটিক ফিল্ড থেকে ল্যাপটপটি দূরে রাখুন:বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি হতে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড হতে আপনার ল্যাপটপটি দুরে রাখুন। এসব ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষনে আপনার ল্যাপটপের অভ্যন্তরিন ক্ষতি হতে পারে।
১৪. ল্যাপটপ পরিষ্কার রাখুন:নরম কাপড় দ্বারা ল্যাপটপের মনিটর পরিষ্কার করুন। একইভাবে নরম কাপড় বা পুরোনো টুথব্রাশ দিয়ে কী-বোর্ড ও অন্যান্য অংশ পরিষ্কার করতে পারেন।
১৫. ল্যপটপের কোনো অংশ না জেনে খুলতে যাবেন না:ল্যাপটপের কোনো সমস্যা দেখা গেলে কোনো কিছু না জেনে নিজেই ঠিক করতে যাবেন না। এতে অন্য কোনো অংশও ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই কোনো সমস্যা দেখা দিলে উপযুক্ত ব্যক্তিকে দিয়ে তা ঠিক করিয়ে নিন। অথবা চলে আসুন মাইসিস আইটি ইন্সটিটিউ সার্ভিস সেন্টার

কম্পিউটার ভাল রাখার টিপস

১. প্রতি ১ বা ২ মাস পর পর
কম্পিউটার
খুলে সব parts মুছে নতুন
করে লাগিয়ে দিন।
২. Ram
খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।             ৩. কম্পিউটারের উপর কোন
ভারী কিছু
রাখবেন না।
৪. রাতে ঘুমাবার সময়
কম্পিউটার shut down করে দিন।
৫. বিদু্ৎ চলে গেলে যেন
কম্পিউটার বন্ধ
না হয়ে যায় সে জন্য UPS
ব্যবহার
করা উচিৎ। ৬. কম্পিউটার VIRUS দূর
করার জন্য
অ্যান্টিভাইরাস ব্যবহার
করা উচিৎ।
৭. কম্পিউটারকে আলো-
বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
৮. প্রতিদিন মনিটর, বিশেষ
করে LCD
মনিটর একবার
করে মুছে রাখবেন।
৯. অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র
উপর
আলাদা পর্দা দিয়ে রাখেন,
যাতে ময়লা প্রবেশ
না করে। এতে আরও
ক্ষতিই হয়। ১০. ওয়ালপেপার
হিসেবে এমন ছবি সেট
করুন, যা আপনার
চোখকে আরাম দেয়।
ওয়ালপেপার সাইজে যত
ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য
ততই ভাল।
১১. নিয়মিত ‘কুলিং ফ্যান’
মুছে পরিষ্কার
করে রাখুন।
১২.ঘন ঘন windows Xp সেটআপ দিবেন না।
এতে কম্পিউটারের
তাতখনিক
গতি বারলেও
পরবর্তীতে মাদারবোড এ
সমস্যা হতে পারে।

Laptop,Computer Open করুন রকেটের গতিতে ।

১০সেকেন্ডে চালু
হবে আপনার কম্পিউটার ₹
¤¤ প্রথমে রান-এ
গিয়ে regedit
টাইপ করে এন্টার
দিন।এখানে বাম পাশের HKEY_ LOACAL_MEC ­
HINE এক্লিক
করলে SYSTEM>ContentI ­­
ndex এ প্রবেশ
করতে হবে।ডান
পাশের তালিকায় startupdelay নামের
আইকনটিতে ডাবল
ক্লিক
করতে হবে।
এবার একটি উইন্ডো চালু
হবে। উইন্ডোর ডান
পাশে Base
অংশে Hexadecimal
নির্বাচিত করা আছে।
Decimal বাছাই
করে Base এর বাম দিকে Value
data তে 48000000
এর পরিবর্তে40000
লিখে OK দিন ।
এবার রিস্টার্ট দিন

আপনার হাতের Android ফোনটি দিয়ে সহজেই তৈরী করুন মিনি WiFi Zone

বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটছে প্রতিনিয়ত আর এই উন্নয়নের মাধ্যমেই প্রযুক্তির প্রসার ঘটছে ব্যাপক ভাবে। আমরা প্রযুক্তিতে WiFi এর ব্যাবহার দেখি বিভিন্ন স্থানে এবং নিজেরাও বিভিন্ন সময়ে এ Wifi ব্যাবহার করি ইন্টারনেট চালানোর জন্য। আমরা অনেকেই অফিসে কিংবা বাড়িতে WiFi ব্যাবহার করি ADSL WiFi Router অথবা WiFi Sim Modem এর মাধ্যমে। কিন্তু মজার বিষয় হলো বর্তমানে Upgrade Android মোবাইল ব্যাবহার কারীরা উপরের Device গুলু ছাড়া খুব সহজেই যে কোন স্থানে মিনি WiFi Zone তৈরী করতে পারবে। তবে সে মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে যা কিনা WiFi এর মাধ্যমে অন্যদেরকে শেয়ার করবে।
এখন আমরা জানবো Android ফোনটি দিয়ে WiFi Zone তৈরীর পদ্ধতি-
প্রথমেই ফোনের WiFi ফাংশন চালু করি এবং Application মেনুতে গিয়ে Kies Air প্রোগ্রামটি চালু করি। তবে যাদের ফোনে এ প্রোগ্রামটি নাই তারা Play Store থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিই এবং প্রোগ্রামটি চালু করি।
তারপর Turn on Network থেকে Portable WiFi hotspot নির্বাচন করি
পরবর্তীতে Portable WiFi hotspot Settings থেকে Portable WiFi hotspot চেক বক্সে টিক দিই।
বাস মুহূর্তের মধ্যেই তৈরী হয়ে গেল WiFi Zone। এখন অন্য যেকোন Wifi Device {কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি}এই Android ফোনের ইন্টারেনট কানেকশনটি শেয়ার করতে পারবে।
আর একটি বিষয় লক্ষ্যনীয় যে, আমরা চাইলে এই WiFi Zone এর নাম ও একে Password দিয়ে লক করে রাখতে পারি। সেক্ষেত্রে Portable WiFi hotspot Settings থেকে Configure Portable WiFi hotspot ঢুকি। এখন Network SSID বক্সে Wifi এর যে কোন একটি নাম দিয়ে দেই। আর Password দিতে চাইলে Security অপশন থেকে Open এর পরিবর্তে WPA2 PSK নির্বাচন করে Password বক্সে Password টি দিয়ে Save করে দিই।

সাবধান !! সাবধান !! ফেইসবুকে ৫ ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে !!!!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম।ভুল হলে ক্ষমা করবেন।
ফেইসবুকে ৫ ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে যা দিয়ে ফেইসবুক আইডি হ্যাক করা হয়!!
১/ যদি কোন ফটো ট্যাগের নটিফিকেশান পান,তবে তা ওপেন করবেন না।এটি এভোয়েডকরতে হোমপেইজে একাধিক নটিফিকেশান জমা হলে তবেই নটিফিকেশান ওপেনকরুন।
২/ যদি এমন কোন নটিফিকেশান পান যে, কেউ আপনাকে রিপোর্টকরেছে তাহলেতা ওপেন করবেন না।
৩/ এমন কোন ভিডিও যদি দেখেন,যেখানে '' ৯৯% ইউজার এই ভিডিওটি ১৫ সেকেন্ডের বেশি দেখতে পারেননি '' এমন কিছু লেখা থাকে তবে ভিডিওটি ভুলেও ওপেন করতে যাবেন
না!
৪/ মেসেজ বা চ্যাটে যদি পরিচিত/ অপরিচিত যে কেউ কোনকিছুর লিংক দেয় তবে তাতে ক্লিক করবেন না।
৫/দেশি বিদেশি মিডিয়ার কোন সেলিব্রেটিদের স্ক্যান্ডাল বা ইমেজচোখে পড়লে তা অবশ্যই এড়িয়ে যাবে হ্যাকাররা টোপ ফেলে!! আরেকটাজিনিস মনে রাখবেন, বর্তমানেভার্চুয়াল জগতে ফেইসবুকেই সবচেয়ে বেশি ভাইরাস, ম্যালওয়ার ছড়ানো হচ্ছে জ্যামিতিক হারে, যা সাধারণ ইউজারদের পক্ষে ডিটেক্ট করা অসম্ভব
------ সবার মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই

এখন আপনাৱ Facebook Profile এ কেউ প্ৰবেশ কৱলেই Auto Add Friend হয়ে যাবে ।


আপনাকে যা কৱতে হবে:
১। প্রথমে ফেইসবুক Log Inকরুন
২। আপনার প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড লিস্ট only me করে রাখুন
৩। এবার setting & privacy তে জান
৪। তাৱপৱ General
৫। User Settings
৬। User auto add friend, √ tik দিয়ে দিন
৭। confirm করে, back to timeline , আপনার কাজ শেষ ।
এখন যে আপনার প্রোফাইলে যাবে সে নিজে নিজেই Add Friend হয়ে যাবে,

কোন মন্তব্য থাকলে comment করবেন ।

মোবাইলথেকে Delete হওয়া জিনিসফিরিয়ে আনুন।

মোবাইলথেকে Delete
হওয়া
জিনিসফিরিয়ে আনুন। ....
ব্যাপার টা অনেক
সহজ ।
আপনি আপনার মোবাইল
থেকে Setting এ যান
দেখতে পার বেন
Backup
নামে একটা অপশন
আছে ঐখানে ক্লিক করলে আপনাকে ব্যক
আপ এর ধরন নির্বচন
করতে বলবে তার
পর কি কি বেক
আপ
দিতে চান তা মার্ক করে ok করুন ।
দেখবেন আপনার
মেমোরি কাডে বেক
আপ
নামে একটা ফল্ডার
হয়েছে ফল্ডারে একটা ফাইল
পাবেন যদি আপনার
মোবাল থেকে কিছু
হারিয়ে যায়
তা হলে ঐ বেক আপ
ফাইলটি ক্লিক করে OK করুন
মোবাইলটি একটা রিয়ে
নিবে তার
পরে দেখবেন যাদু
Delete হওয়া জিনিস
ফিরে এসেছ

WiFi Password Hack (wpa,wpa2)

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখা শুরু করছি ।
আজকের বিষয় WiFi এর যেকোনো ধরণের নিরাপত্তা বেবস্থা (wep, wpa, wpa2) ভেঙ্গে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড বের করে আনা ।
আজ আমরা WiFi নেটওয়ার্ককে ফিডার খাইয়ে ঘুম পারাবো এবং তার কাছ থেকে সব তথ্য বের করে নেব ।
বিশ্বাস করুন, আমি কোন ফাজলামো করছি না । সেটা কিছুক্ষণ পরেই প্রমান করে দেব ।

যা যা লাগবে :
wirless card ( আলাদা USB )
LinuxLive USB Creator 2.8.18  ডাউনলোড করে নিন । ( ৪.৫১ এম বি )
Beini 1.2.3 ডাউনলোড করে নিন ।  ( ৫০ এম বি )
Pendrive  ( কমপক্ষে ১ জিবি )

যা করতে হবে :
Beini 1.2.3 ডাউনলোড করে ISO ফাইলটি এক্সট্রাক্ট করে নিন ।
LinuxLive USB Creator 2.8.18  ইন্সটল করে ওপেন করুন ।
 


চিহ্নিত স্থান গুলোতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে দিন এবং শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন ।
( খেয়াল করবেন সব গুলো ট্রাফিক লাইট সবুজ কিনা , অন্যথায় বুঝতে হবে কোথাও সমস্যা রয়েছে । )

Bootable usb drive তৈরি হয়ে গেলে পিসি রিস্টার্ট করুন এবং Pendrive দিয়ে Boot করুন ।
নিচের চিত্রটি দেখুন :
 


কিছুক্ষণ অপেক্ষা করুন ।
এবার নিচের চিত্র অনুসরণ করুন:
Feeding Bottole সিলেক্ট করুন এবং তারপর Yes সিলেক্ট করুন ।
 

এবার নিচের চিত্র অনুসরণ করুন :
  

এবার নিচের চিত্র অনুসরণ করুন :
     


নতুন একটি window ওপেন হবে , এবং স্বয়ংক্রিয় ভাবেই চলে যাবে ।  অপেক্ষা করুন , কিছুই করবেন না ।
এবার নিচের চিত্র অনুসরণ করুন :
 

এবার নিচের চিত্র অনুসরণ করুন :
নতুন একটি window আসবে  ( Aircrack-ng ) , মানে কাজ শুরু হয়ে গেছে । এখন শুধু অপেক্ষা করুন ।
   
দেখুন আমরা কাঙ্ক্ষিত পাসওয়ার্ড পেয়ে গেছি । পাসওয়ার্ডটি হচ্ছে : 14061406

এবার পিসি রিস্টার্ট করে আপনার Operating system ওপেন করুন এবং ঐ পাসওয়ার্ড ব্যাবহার করে WiFi কানেক্ট করুন ।
Virtualbox  অথবা  Vmware দিয়েও কাজটি করতে পারবেন ।
বিঃদ্রঃ
” Hacking is not a crime ”
” কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যাবহার করবেন না ”
এ জাতিও কিছুই বলব না ।
হ্যাকিং এ কারও না কারও ক্ষতি তো হয়েই থাকে , সেটা যেকোনো হ্যাকিং হোক না কেন ।
আর… কারো ক্ষতি করা নিশ্চই অপরাধ ।
তাই নিজ দায়িত্বে ব্যাবহার করুন ।
শেয়ার করলাম আপনাদের জন্য ।

পোস্টটি আপনাদের ভাল লাগলে আগামীতে আরও কিছু হ্যাকিং সফটওয়্যার নিয়ে লিখব ।