Thursday, April 24, 2014

আপনার কম্পিউটারের হারানো ফাইল সহজে পুনরুদ্ধার করুন

আমরা ভুল করে অনেক সময় অনেক দরকারী ফাইল কম্পিউটার থেকে সম্পুর্ন ভাবে ডিলিট করে দিই এবং পরে পাওয়ার জন্য আফসোস করতে হয়। আপনি এখন ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করতে পারবেন সহজেই।
Recuva একটি উনমুক্ত সফটওয়্যার যার দ্বারা সহজেই ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করা যায়। এটি দ্বারা রিসাইকেলবিনে যাওয়া সব ফাইল উদ্ধার, ভাইরাসের কারনে ডিলিট হওয়া ফাইলও আপনি উদ্ধার করতে পারেন Recuva সফটওয়্যার দিয়ে।
01
*সুতরাং ভাইরাসের কারনে ফাইল ডিলিট হলে আর চিস্তিত হবেন না।
*ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করতে ম
সফটওয়্যার থেকে ডিলিট হওয়া ফাইল এর লিস্ট গুলো দেখে নিন এবং ফুল স্কান করে আবার তা উদ্ধার করুন।
02
ডাউনলোড করুন এথান থেকে: Downlod here

আপনার মোবাইলের হারানো বা ডিলিট করা নাম্বার ফিরিয়ে আনুন

সবাই কেমন আছেন ।আমরা পিসি এর হার্ড ডিস্ক থেকে কিছু কেটে ফেললে তা রিসাইকেল বিনে পাই ।কিন্তু মোবাইল থেকে কেটে গেলে তা আর পাওয়া যায়না ।তবে আমি আপনাদেরকে আজ যে টিপস টি দেব তা থেকে আপনি আপনার মোবাইলের একটি নাম্বার পেতে পারেন ।বা এমনটা যদি হয় যে আপনার মোবাইল দিয়ে কেউ কথা বলে আবার কথা বলার পর তা ডিলিট করে দেয় তাহলে তো ডায়াল নাম্বারটি আর দেখা যাবেনা ।এবার আসুন দেখি কিভাবে ডিলিট করা নাম্বার ফিরিয়ে আনবেন ...আর আপনার মোবাইলটি যদি ১১১০ ১৬০০ ১১১২ ১৬১০ এই টাইপের হয় তাহলে প্রথমে একটি নাম্বার ডায়াল করুন ,ডায়াল শেষে লাইনটি কেটে দিন ।এরপর নাম্বার টি আপনার মোবাইল থেকে ডিলিট করে দিন | এরপর ডায়াল করুন .....ব্যালেন্স চেকের নাম্বারটি ।তার মানে আপনার মোবাইলটি যদি GP হয় *৫৬৬# এই নাম্বারটি ডায়ালে ওঠিয়ে অপশনে যান সেখানে দেখবেন send messege ,save call আছে ।ঠিক সেইখানে থেকে Call এ ক্লিক করুন ।আর দেখবেন মোবাইলে এই নাম্বারটি Requesting না হয়ে ডায়াল হচ্ছে ।তারপর আবার ডায়াল অপশনে গিয়ে দেখুন ডিলিট করা নাম্বারটি আবোর চলে এসেছে ।

IDM 6.12 Build 11 Full Preactivated- Pre-Crack -Tested By me ( 100% Working )

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই ও আল্লাহর অশেষ রহমতে  অনেক ভাল আছি। আজ  আপনাদের জন্য নিয়ে এলাম IDM 6.12 Build 11 Full Preactivated- Pre-Crack -Tested By me ( 100% Working )।
এটা আমি নিজে টেস্ট করে আপনাদের জন্য নিয়ে এলাম। এই মাত্র ইন্সটল দিলাম। ১০০% কাজ করছে। এবং আগের তুলনাই একটু ভাল বলে মনে হচ্ছে। তাই, যাদের প্রয়জন জলদি করে ডাউনলোড করে নিন।

Download From-Mediafire
কেমন করে ইন্সটল দিবেন ( নতুনদের জন্য )
১, আগের IDM টা UnStall করুন।
২, Pc Restart দেন।
৩, এবার  এইটা রান করুন।
৪, কাজ ফিনিশ!!
যদি কোন প্রকার প্রব হই আমাকে জানাতে ভুলবেন  না। ভাল লাগলে কমেন্তস করবেন দয়া করে।

Tuesday, April 22, 2014

খুব সহজেই SymphonY W68 এ Root, CWM, CTR and Custom ROM Install করুন…


কাস্টম রম কি, কেন, কিভাবে?? এগুলো নিয়ে অনেক কথা হইছে।।
এবার আমি আপনাদের উপহার দিব ৯৯.৯৯% বাগ মুক্ত কাস্টম রম, সুধুমাত্র সিম্ফনি ডাবলু ৬৮ এর জন্য।।
কাস্টম রম ব্যাবহার করার মূল উদ্দেশ্য বেশী RAM ফাকা রাখা, হাল্কা ওএস হওয়া যাতে ইউজার ফ্রেন্ডলি ভাবে সব কাজ করা যায়।।
এই দুইটা বিষয় মাথায় রেখেই আমি আমার প্রথম কাস্টম রম পোর্ট করেছি।।:(
অপ্রয়োজনীয় সকল জঞ্জাল মুক্ত এই রম টায় আপনি অনাকাঙ্ক্ষিত ভাবেই ২০০-২৩০ এমবি রাম ফাকা পাবেন।।
আশার কথা এই যে, আপনাকে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোন টেনশান করতে হবে না, এক জায়গা টাচ করলে অন্য জায়গা কাজ করবে না, সব চেয়ে বড় কথা অসাধারণ গ্রাফিক্স ইন্টারফেছ আপনাকে করবে বিমুগ্ধ।।
তবে Proximiti সেন্সর না থাকার কারনে এতে কথা বলার সময় আপনার ফোনের লাইট অফ হবে না।।
লিঙ্ক http://d-h.st/CIW
কমেন্ট আশা করছি...।।
প্রসেস
CWM ইন্সটল করতে আপনাকে আর কম্পিউটার ব্যবহার করতে হবে না। এখন আপনার Symphony W8 তে সাপোর্ট করে এরকম যেকোনো Recovery.img ইন্সটল করুন মাত্র ১০ সেকেন্ডে।
প্রয়োজনীয় জিনিষ-
১) আপনার মোবাইল অবশ্যই Root
করা থাকতে হবে। রুট করতে Frameroot ব্যাবহার করুন।।
২) ডাওনলোড MOBILE UNCLE TOOL http://d-h.st/iqu
৩) ডাওনলোড Mediatek 6572 skater.txt http://d-h.st/V6F
৪) ডাওনলোড recovery.img file for w68
CWM Recovery : RECOVERY.IMG Recovery download here
CTR Recovery : RECOVERY.IMG http://d-h.st/TC7
৫)এখন রিকভারী.জিপ ফাইলটি একস্ট্রাক্ট করলে recovery.img নামের একটি ফোল্ডার পাবেন।
৬) ডাওনলোড করা সব ফাইল গুলো মেমোরি কার্ডে রাখার পর Mobileuncle toolbox ওপেন করুন। Root পারমিশন allow করুন।
৭) Mobileuncle toolbox থেকে Recovery update ক্লিক করুন। Recovery update ওপেন
হলে সেখানে আপনার কাঙ্ক্ষিতRecovery.img
ফাইলটি সিলেক্ট করুন। এরপর OK ক্লিক করুন। ৫ সেকেন্ড অপেক্ষা করুন। ফ্লাশ হয়ে যাবে।
ফ্লাশ হবার পর reboot into recovery mode আসবে> OK ক্লিক করুন। রিবুট নিলেই দেখবেন আপনার কাজ শেষ।
সতর্কতা-
১) আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন
বন্ধ রাখুন।
কাস্টম রম ফ্ল্যাশ,
Go to Cwm or Ctr recovery by pressing (power button+ volume up button)
১. select wipe/data factory reset then select yes.
২.Select wipe cache partition then select yes.
৩.go to mount and storage thn format system,data and cache.
৪.then select advanced option then wipe dalvic cache and wipe battery stat.
৫.then Return to the main menu again.
৬.Select Intall From SD and Select File And Click YES
৭.then a process will occur.
৮.wait untill it finished.
৯.then reboot your Symphony W68
১০.it will take up to 3 minutes to boot up for the first time।
ডাউনলোড করুন http://d-h.st/CIW আর উপভোগ করুন নতুনত্ব।।
সার্ভার এ সমস্যার কারনে স্ক্রিন শট দিতে পারলাম নাহ।। খুব সিগ্রই দেয়া হবে।।

Notepad দিয়ে বাড়িয়ে নিন RAM এর speed খুব সহজ


কথা না বাড়িয়ে সোজা কাজে আসা যাক। RAM পিসির খুব প্রয়োজনীয় বস্তু।

RAM স্লো তো পিসি স্লো। আর এই RAM এর স্পীড বাড়ানো যায় খুব সহজে notepad দিয়ে। তাহলে দেখে নিন----
  •  notepad ওপেন করুন।
  •  কোড টি paste করুন--
FreeMem=Space(64000000)              if your RAM is below 1GB.
FreeMem=Space(51200000)              if your RAM is 512 MB
FreeMem=Space(102400000)           if your RAM is 1GB
FreeMem=Space(204800000)           if your RAM is 2GB
FreeMem=Space(409600000)           if your RAM is 4GB or higher
  •  save করুন । নাম দিন cleanRam.vbs। all files সিলেক্ট করুন।
আপনার কাজ শেষ । double click করুন। আপনি run এ tree লিখে ok করলেও RAM এর স্পীড কিছুটা বাড়ে।
ধণ্যবাদ।

Monday, April 21, 2014

Pen Drive এ শর্টকাট ভাইরাস সমস্যার ২টি সমাধান !!!


..:: আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ::..
..:: আজ আপনাদের মাঝে এলাম শর্টকাট ভাইরাস থেকে আপনার Pendrive কে মুক্ত রাখার দুইটা উপায় নিয়ে। ::..
-----
যখনই আপনি আপনার পেন্ড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন সাথে সাথে সব গুলো ফাইল শর্টকাট হয়ে যাবে। এই শর্টকাট ফাইল গুলোকে ফিরিয়ে পাবার অনেক গুলো নিয়ম আছে যার একটি সহজ নিয়ম আমি নিচে উল্লেখ করব এবং একটি মজার ট্রিক্স ও বলে দেব এই ভাইরাস থেকে বাচার জন্য।
সর্টকাট ভাইরাস যা আপনার Pendrive , পিসি, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড বা মোবাইল ফোন কে কিছু বেনামী ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত করে , এবং আপনি শর্টকাট ক্লিক দুবার, এটি একটি নতুন উইন্ডোতে একই ফোল্ডার খুলবে। এটি ফাইলের Attribute পরিবর্তন করে এবং ফাইলের Location (পথ) পরিবর্তন করে ফলে ফাইল টি হাইড / অদৃশ্য করে এবং ফাইলটির একটি ফেইক শর্টকাট তৈরি করে। যার ফলে ঐ ফোল্ডার ড্রাইভেই থেকে কিন্তু আমরা এটি খুলতে পারি না ।
পিসিতে অ্যান্টিভাইরাস থাকার পর ও এই সমস্যা দেখা যায়, তবে যারা এন্টিভাইরাস কিনে ব্যবহার করেন তারা সাধারনত এই সমস্যায় পড়েন না ।
=================
দুইটি পদ্ধতিতে করা যায়ঃ
=================
১) সফটওয়্যার ইনষ্টল করে সমাধান স্থায়ী ।
২) সফটওয়্যার ছাড়া পেনড্রাইভের সর্টকাট ভাইরাস সমাধান।
দুইটি পদ্ধতি নিচে আলোচনা করা হলোঃ
১) সফটওয়্যার ইনষ্টল করে সমাধান স্থায়ী ।
সমাধান স্থায়ী ঃ এটি স্থায়ী হলেও সময় সাপেক্ষ ।
মূলত যেসব অ্যান্টিভাইরাস অ্যান্টি- ম্যালওয়্যার এর থেকে প্রোটেকশন দেয় সে সব এর যে কোন একটি ডাউনলোড দিয়ে ব্যবহার করুন ।
------------------
বা আপনার পছন্ধের ম্যালওয়্যার প্রটেকশন ব্যবহার করুন । AVG antivirus free , Kaspersky ইত্যাদি ।
২) সফটওয়্যার ছাড়া পেনড্রাইভের সর্টকাট ভাইরাস সমাধান।
========================================
অস্থায়ি কিন্তু দ্রুত সমাধানঃ
কোন ডাউনলোড বা ইন্সটল লাগে না ;) ।. এটাও জেনে রাখা জরুরী – কারন আপনি তো পাবলিক পিসি তে আর এত সময় পাবেন না।
যদি আপনি Pen-drive Shortcut problem বা এর সমাধান লিখে গুগলে সার্চ দেন তাহলে আপনি কম্যান্ড প্রমট দ্বারা এই সমাধান পাবেন – যদিও এটা অস্থায়ী সমাধান । পিসি রিস্টার্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে ।
Start -> All Programs-> Accessories -> command prompt.
Shortcut KEY win-key+R.
এবার Pen Drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা দেখে নিন ।
Type This Command:
Del *link
And Press Enter.
Type attrib -h -r -s /s /d p:\*.*
আপনি P এর পরিবর্তে Pen Drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা লিখুন মানে Drive Letter টি ।
Enter চাপুন।
আশা রাখি আপনার সমস্যার সমাধান হবে ।
Screen Shot গুলা না দিতে পারার জন্যে আমি দুঃখিত :(

Sunday, April 20, 2014

আপনার windows 7 সহজেই genuine করে ফেলুন

আ্পনাদের যাদের  windows 7 genuine নেই তারা সহজেই genuine করে ফেলু্ন
windows 7 genuine সহজেই genuine করতে নিচের ধাপগুল অনুসরন করুন



১/download করা exe ফাইল টি তে right click করে run as administrator এ left click করবেন
২/অপেক্ষা করুন জেনুঈন করা শেষ না হওয়া পযন্ত
৩/pc restart দিন
আপনার windows7 genuine হএ গেছে
ফাইল টি এখান হতে download korun
ভাল লাগলে কমেন্ট করবেন

আপনার Windows কে Genuine করুন আর উপভোগ করুন মাইক্রোসফট এর অনেক সুবিদা।

আমরা যে Windows ব্যবহার করি তা Genuine   না। তাই আমরা অনেক সুবিদা উপভোগ করতে পারি না। যেমন Microsoft এর নতুন কোন আপডেট, নতুন কোন প্লাগইন্স ইত্যাদি। তাছাড়া অনেক সময় Windows Genuine Notification দিয়ে বিরক্ত করে তাই আপনার Windows কে Genuine করে নিন। তার জন্য কোন টাকা লাগবে না। ছোট্ট একটা ট্রিকস কাজে লাগালেই চলবে।কোন সফটওয়ার ছাড়া শুধুমাত্র নিছের লিঙ্ক থেকে Registry Editor টি ডাউনলোড করে  । তার পর ফাইটি রিনেইম করে তার  (.text) Extension  টা কেটে দিন। আর কিছুই করতে হবে না।ওপেন করে নিন।  আপনার Windows টা Genuine হয়ে যাবে। আপনি চাইলে Microsoft এর সাইটে  গিয়ে টেষ্ট করতে পারেন।

ডাউনলোড লিঙ্কঃ

বিরক্তি কর BLACK SCREEN দূর করুন widows xp বা 7 এ !

যারা windows xp বা 7 USE  করেছেন তাদের হইত একটা অভিজ্ঞতা আছে you may be victim of softer  counterfeiting .
মানে এই massage টা আসে আর ডেক্সটপ স্ক্রীন কালো হয়ে যায় । দেখতে কেমন বিরক্তি লাগে। এই ক্ষেত্রে আপনি যতদিন না আপনার windows  কে genuine না করবেন ততদিন এই রকম ই চলতে থাকবে ......
মনে রাখবেন windows কে genuine করতে minimum 144 ডলার লাগবে। তাহলে উপায় ??
হ্যাঁ উপায় একটা আছে তাও আবার অনেক সহজ  মাত্র কয়েক মিনিটে ছোট একটি সফটওয়্যার এর সাহায্যে  আপনি সমাধান করে ফেলতে পারেন আপনার বিরক্তিকর এই সমস্যার । এর জন্য যা করতে হবে
প্রথমে এই লিঙ্ক থেকে 13 kb এর একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন
এখান থেকে Softpedia Mirror (US) [EXE]
বা
Softpedia Mirror (UK) [EXE]
যেকোনো একটা ডাউনলোড করে নিন(আগুলু তে  click করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না)। এগোলোতে কাজ না হলে এখান থেকে ডাউনলোড করে নিন
Click to Download This...
ডাউনলোড হয়ে গেলে রান করুন  এবং reboot হউয়ার জন্য  permission চাইবে ।দিয়ে দিন permission মানে হল সফটওয়ার টা রান হউয়ার পর কম্পিউটার reboot করতে হবে ।অটোমেটিক ই reboot নিবে আপ্নে জাস্ট ok click করুন। কম্পিউটার restart  হউয়ার পর দেখুন আপনার কাজ হয়ে গেছে। আপনার বিরক্তির কারন দূর হয়েগেছে।
অনাকাঙ্কিত ভুলের জন্য ক্ষমা চাই । কেউ উপকৃত হলে জানাবেন

Airtel Free For Android with new server (100%working)

আসসালামুআলাইকুম আশা করি ভালো আছেন আর যদিও খারাপও
থেকে থাকেন তবে আমার টিপস পড়ে ভাল
হয়ে যাবেন ইনশাআল্লাহ,

আমি জানি আপনার সব ধরনের এন্ড্রয়েড ফোনে এয়ারটেল ফ্রি নেট চালাতে পারছেন না

তাই এবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা টিপ্স

এটা প্রত্যেকটা এন্ড্রুয়েড ফোনে ১০০০% কাজ
করবে আমি নিজে গ্যারান্টি প্রথোমে নিচের মত
করে সেটিং করে নিন

.spem. Go to setting>>more>>mobile
network >>acces point
name>>airtel>>new apn>>

.guitter.
Name: banglawap24
Apn: internet
Proxy: server4.operamini.com
Port: 80


এবার ব্যাকে আসুন এবং banglawap24.tk নামের
কনফিগ সিলেক্ট করুন

খারান একটা কথা এন্ড্রয়েডে এ কিন্তু পিছুন থেকে টাকা কাটে সেটা আগে বন্ধ
করে নিন বন্ধো করতে


go to setting>>data
uses>>option>> restirct back
round data মার্ক করুন


এখন আর পিছন থেকে ডাটা কাটবো না ।


এবার নিচের লিঙ্ক থেকে opera handler নামিয়ে নিন

Operamini--robin.apk

এবার opera ইনস্টল দিন এবং Open করুন ফন্ট কুয়ারিতে লিখুন
Fq: 103.4.145.81/boostspeed.php/20/http/


Proxy tipe: HTTP
Proxy server: 103.4.145.81

এবার SAVE করুন

এবার OPERA টি পুরোপুরি ইনস্টল হয়ে গেলে নিচের মত করে নিন

go to
setting>>advance>>protocol>>
soket/http থেকে শুধু http সিলেক্ট করুন ।


আর কি এবার আপনার এন্ড্রয়েড ফোনে হরদম ফ্রি নেট চালান

তৈরি করুন আপনার ফেসবুক, টুইটারের জন্য কমবো পিকচার$$$

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি।
আজ আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনি আপনার ফেসবুক বা টুইটারের কমবো পিকচার তৈরি করতে পারবেন।
Dodnload Here দিয়ে আপনি আপনার কমবো পিকচার তৈরি করতে পারবেন ওয়াটারমার্ক ছারাই।
সাথে আর অনেক কিছু রয়েছে  যেমন ফেসবুক চ্যাট আইকন যা দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতে পারবেন ফেসবুক কমেন্ট ও চ্যাটের সময় :P
একবার দেখে আসুন ভাল লাগবেই :P
নিচে কিছু পিকচার দেয়া হল। কি রকম আপনি কমবো পিকচার তৈরি করতে পারবেন।



Google Play হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করার নিয়ম !

অনেকে হয়ত চাই যদি গুগল প্লে স্টোর হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করা যেত তবে ফোনের জন্য আর নেট কিনতে হতো না । পিসির জন্য এমবি কেনা থাকলেও মোবাইল এর একটি apps এর জন্য আবার মোবাইল এর জন্য apps নেট কিনতে হবে । আর বাংলা দেশের নেটের যে দাম তাতে এতো নেট কিনে আমার মত যারা স্টুডেন্ট আছেন তাদের নিশ্চিই খরচ টা একটু বেশি হয়ে যায় । তাই আপনাদের আজকে একটি চরম ও গরম টিপস দিবো জা দিয়ে অতি সহজে গুগল প্লে হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করতে পারবেন একদম সহজ নিয়মে ।
তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন -
প্রথমে গুগল প্লে স্টোরে যান – https://play.google.com/store
তার পরে আপনার অ্যাপস টি নির্বাচান করুন যেমন আমি একটি উদাহরণ দিলাম ধরুন আপনার গুগল আপ্পস এর লিঙ্ক নিচের পিকচার এর মত এইটা
Untitled
এবার আপনার অ্যাপস এর লিঙ্কটা কপি করে রেখে দিন ।
তারপরে নিচের এই লিঙ্কে এ প্রবেশ করুন – অ্যাপস ডাউনলোড
a31
উপরের ছবির মত আপনার আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দিন এবংGenerate Download Link এ কিল্ক করুন ।
কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, করুন। লিঙ্ক Generate হয়ে গেলে নিচের ছবি এর মত আসবে।
a41
Click to Download এ কিল্ক করুন তাহলে অ্যাপস টি ডাউনলোড হতে শুরু করবে ।
তাহলে আজ এই পর্যন্ত । সবাই ভাল থাকবেন, কিছু জানার থাকলে মন্তব্য করুন ।
টিউনটি আগে আমার সাইটে প্রকাশিত হয়েছে - বাংলা ব্লগ

এন্ড্রোয়েড টু এন্ড্রোয়েড এ কথা বলুন ব্লুটুথ দিয়ে


আমি এখন আপনাদের এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দেবো যা দিয়ে আপনি আপনার শখের এন্ড্রোয়েড দিয়ে আপনার বন্ধুর এন্ড্রোয়েড এর সাথে কথা বলতে পারবেন। apps টির না হচ্ছে Bluefi এইটা দিয়ে আপনি চাইলে কোন অফিসে, বাসায়,স্কুল,কলেজ ইত্যাদি যায়গায় অল্প দুরুত্বে কথা বলতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নিনন আর ইন্সটলার করে কথা বলুন।
ডাউনলোড করুন এখান থেকে।