Saturday, May 24, 2014

ফ্লাশ এনিমেশন তৈরি করুণ দারুণ এক পোর্টেবল সফটওয়ার দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ফ্লাশ এনিমেশন তৈরি করার দারুণ এক পোর্টেবল সফটওয়ার হল Portable SWF Text 1.4 এটি দিয়ে আপনি সুন্দর ফ্লাশ বাটন আরো দারুণ দারুণ লেখা দিয়ে বানিয়ে নিতে পারবেন ফ্লাশ এনিমেশন একদম সোজা। প্রথমে এখান থেকে Portable SWF Text 1.4 স্ফটোয়ায়রটি ডাউনলোড করে নিন। অথবা এখান থেকে তারপর চালু করে নিন মাউসের ডাবল ক্লিক করে সেটআপ দেওয়ার কোন প্রয়োজন নেই।
তাহলে নিচের মত আসবে। এবার Movi বক্স থেকে আপনার ফ্লাসের সাইজ নিন।

এবার Background বাটনে ক্লিক করে কালার সিলেক্ট করে দিন তারপর Background ইফেক্ট থেকে ব্রাকগ্রাউন্ড ইফেক্ট সিলেক্ট করুণ

এবার আপনি ফ্লাশ এনিমেশন এর মধ্যে কোন লেখা লিখতে হলে Text বাটনে ক্লিক করুণ

এবার Font বক্স থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুণ আর ফ্লাশে সাউন্ড দিতে হলে Sound বাটনে ক্লিক করুণ ।

সবশেষ Publish বাটনে ক্লিক করে ফ্লাশ ফরম্যাটে সেভ করুণ।

এবার দেখুন কেমন হয়েছে আপনার ফ্লাশ ফাইলটি ।

আজ এই পর্যন্ত।

Sunday, May 18, 2014

শুধুমাত্র আপনাদের জন্য নতুন ( আইডিএম প্রি-অ্যাক্টিভেটেড ভার্সন ৬.১৯.৮ ) সিরিয়াল, ক্রা-ক প্যা-চ মুক্ত

Internet Download Manager V6.19.8 Pre-activated


টেকটিউনসের এর সম্মানিত সদসবৃন্দ আসসালামু-আলাইকুম… কেমন আছেন সবাই-নিশ্চিই ভাল? আপনাদের জন্য আবারও নিয়ে এলাম লেটেস্ট ( ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.১৯.৮ প্রি-অ্যাক্টিভেটেড ভার্সন )। প্রি-অ্যাক্টিভেট সফটওয়্যার সম্পর্কে কারও অজানা নয়, তারপরও যারা জানেন না, তাদের জন্য একটু বলিঃ- প্রি-অ্যাক্টিভেট সফটওয়্যারের সুবিদা হচ্ছে ইন্সটল কিংবা রেজিষ্টার করতে কোন প্রকার সিরিয়াল, ক্রা-ক কিংবা প্যা-চ এর প্রয়োজন হয় না। এক কথাই কোন বাড়তি ঝামেলা ছাড়াই সফটওয়্যারটি ব্যবহার  করা যায় যতদিন ইচ্ছা ততদিন। আমি গত তিন/চার দিন ধরে এই ভার্সনটা ব্যাবহার করে আসছি কোন সমস্যা ছাড়াই। তাই আজ শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য বসে পরলাম। আশা করি এই প্রি-অ্যাক্টিভেটেড ভার্সনটা নিয়ে অনেকেই উপকৃত হবেন।

ডাউনলোড করতে ক্লিক করুন :-  MediaFire
রার এক্সট্র্যাক্ট পাসওয়ার্ড :- S.H

:-) ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি :-)
.....ভালো লাগলে কমেন্টে জানাবেন.....

---আল্লাহ হাফিজ---