Saturday, March 15, 2014

এখনি ডাউনলোড করে নিন এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল স্থানান্তর সফটওয়্যার।

xp
এক্সপি ব্যবহারকারীরা তাঁদের ফাইল যাতে উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ৭ কিংবা ৮ অপারেটিং সিস্টেমে সহজে স্থানান্তর করতে পারেন, এ জন্য একটি সফটওয়্যার আসে যা দিয়ে এক্সপি বাবহারকারি খুব সহজে এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল স্থানান্তর করতে পারবেন। সফটওয়্যার টির নাম পিসিমুভার এক্সপ্রেস।
তাই র দেরি না করে বিনা মূল্যের এ সফটওয়্যারটি ডাউনলোড করুণ নিচের লিঙ্ক থেকেঃ
ডাউনলোড করতে এখনে ক্লিক করুন সফটওয়্যার টির বিস্তারিত জানতে এখনে ক্লিক করুন
সফটওয়্যার টির সুবিধাঃ
  1. আপনি সহজে এমপিথ্রি ফাইল অন্য পিসিতে সেন্ড করতে পারবেন।
  2. সহজে আপনার এক পিসির ছবি অন্য পিসিতে সেন্ড করতে পারবেন।
  3. সহজে ভিডিওফাইল অন্য পিসিতে সেন্ড করতে পারবেন।
  4. সহজে ই-মেইল অন্য পিসিতে সেন্ড করতে পারবেন।
  5. সহজে ইউজার প্রোফাইল অন্য পিসিতে সেন্ড করতে পারবেন।
  6. সহজে সিস্টেম সেটিংস অন্য পিসিতে সেন্ড করতে পারবেন।

সময় পেলে আমার এই সফটওয়্যার সাইট থেকে ঘুরে আসতে পারেন। এখান থেকে।

Logo বা ব্যানার ডিজাইন করার ২০ টি একসক্লুসিভ ওয়েব সাইট

আমরা বিভিন্ন কারনেই লোগো , ব্যানার ইত্যাদি তৈরি করে থাকি । এ গুলো সফটয়ার সারা যদি করা যেতে তাহলে ভালই হত তাই না। আজ আমি আপনাদের এমন ২০ টি ওয়েব সাইট এর ঠিকানা দিবো , যাদিয়ে আপনারা মজা মজা লোগো , ব্যানার তৈরি করতে পারবেন। নিন্মে ২০ টি ওয়েব সাইট এর লিস্ট দেয়া হল।

Cooltext

[thumb]http://www.cooltext.com[/thumb]

123-banner

[thumb]http://www.123-banner.com[/thumb]

Flashvortex

[thumb]http://www.flashvortex.com[/thumb]

Logomaker

[thumb]http://www.logomaker.com[/thumb]

Logoease

[thumb]http://www.logoease.com[/thumb]

Logoyes

[thumb]http://www.logoyes.com[/thumb]

Flamingtext

[thumb]http://www.flamingtext.com[/thumb]

Freeflashlogos

[thumb]http://www.freeflashlogos.com[/thumb]

Simwebsol

[thumb]http://www.simwebsol.com/ImageTool[/thumb]

Thefreelogomakers

[thumb]http://www.thefreelogomakers.com[/thumb]

Instalogo

[thumb]http://www.instalogo.com[/thumb]

Logodesignengine

[thumb]http://www.logodesignengine.com[/thumb]

Bannersketch

[thumb]http://www.bannersketch.com[/thumb]

Bannerfans

[thumb]http://www.bannerfans.com[/thumb]

Bannerbreak

[thumb]http://bannerbreak.com[/thumb]

3dtextmaker

[thumb]http://www.3dtextmaker.com[/thumb]

Abcbanners

[thumb]http://www.abcbanners.com[/thumb]

Animationonline

[thumb]http://www.animationonline.com[/thumb]

Quickbanner

[thumb]http://www.quickbanner.com[/thumb]

bannersnack

[thumb]http://www.bannersnack.com[/thumb]

আমার দেয়া এই সাইট গুলো দিয়ে কার একটু ও উপকার হলে আমার টিউন টি সার্থক হবে । সবাই ভালো থাকবেন

ডিজাইন সেল করার দারুন একটি সাইট!!!

আস্সালামু ওয়ালাইকুম । আশাকরি সবাই ভাল আছেন ।আপনাদের দোয়াই আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো।তা হলো অনলাইনে মার্কেটপ্লেস গুলোতে কাজ করে কিভাবে আপনি ডলার ইনকাম করবেন।আসলে এ বিষয়ে অনেকেই অনেক বিভ্রান্তিকর পোষ্ট দেখে থাকবেন।কিন্তু আমাদের সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই ভুল পথে পা বাড়াই বা প্রতারনার শিকার হই।এজন্য মানুষের মধ্যে অনলাইন মার্কেট প্লেস গুলো নিয়ে বেশ অনাস্থা দেখা দিয়েছে।আসলে আমি মনে করি মানুষের মধ্যে একটা  নিজস্যতা বলে কিছু আছে।কোন কিছু দেখার পরে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।তাহলে আর ভুল পথে যেতে হয় না।যাই হোক আসল কথায় আসি।
>> যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে বেশ দক্ষ হয়ে থাকেন তবে এ্ই লেখাটা আপনার জন্যে।অন্যথায় যারা এই লেখাটা পড়েই ভাববেন যে অনলাইনে টাকা ইনকাম চাইলেই হয় তবে তা হবে আপনার জন্য চরম বোকামি।আগে কাজ শিখুন তারপর ভাবুন আপনি কতটুকু যোগ্য এই কাজের জন্য।পুরোপুরিভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন কিনা।তার পরে নেমে পড়ুন।
>> যদি আপনি আপাততো ফটোশপ,ইলাস্ট্রেটর মেটামুটি ভাল জানেন তবে আসুন আজ আপনাদের একটা সাইটের সাথে পরিচয় করুয়ে দিই।যা এক কথায় টাকার গাছ বললে ভুল হবে না।আপনি ডিজাইন আ্যাপ্রুভ করাতে পারলে একর পর এক বিক্রি হতেই থাকবে।এজন্য বললাম টাকার গাছ।
>> যেখানে আপনি বিজনেস কার্ড,ফ্লাইয়ার,পোষ্টার,ফেইসবুক কভার ফটো,টুটার কভার ফটো,ম্যগাজিন,ফটো টেমপ্লেট এমন আরো অনেক কিছু তৈরি করে বিক্রি করতে পারবেন।এবং এখান থেকে নুন্যতম ৫০ ডলার হলে তা তুলতে পারবেন স্ক্রিল,পেপাল,পেওনার,ক্রেডিট কার্ড ইত্যাদি দিয়।
>> সাইটটির নাম হলো  Graphicriver  এখান থেকে আপনি প্রতি মাসে বেশ ভালমানের ডলার ইনকাম করতে পারবেন।
>>এই সাইটটিতে কাজ করতে হলে আপনাকে তাদের সদস্য হতে হবে।এবং আপনার তৈরি করা ডিজাইন আপলোড দিতে হবে।এখানে বায়াররা তাদের পছন্দ মত প্রডাক্ট কিনে থাকে।আপনার কোন প্রডাক্ট যদি তার ভাল লাগে তবে ভাল ফিডব্যাক ও দিয়ে থাকে।এবং একটা প্রডাক্ট বার বার সেল হয়।
>>প্রথমে এখান থেকে এ্যাকাউন্ট তৈরি করে নিন।এবং আপনার করা ডিজাইন গুলা আপলোড দিতে খাকুন।
>>কোন প্রশ্ন থাকলে সংকোচ না করে বলুন।আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বদায় প্রস্তুত আছি।আপনাদের উপকার হলে আমার স্বার্থকতা।ধন্যবাদ।

বের কুরুন লুকিয়ে রাখা ফেসবুক মোবাইল নাম্বার বা ই-মেইল

===============================================

বের কুরুন লুকিয়ে রাখা ফেসবুক মোবাইল নাম্বার বা ই-মেইল

===============================================


সামাজিক যোগাযোগের এক অন্যতম মাধ্যম ফেসবুক। তবে বর্তমানে ফেসবুকে আসল ও নকলের তফাৎ বোঝা দায়। ফেক আইডি খুলে ঠকানো হচ্চে বহু মানুষকে। তাই এদের ধরার একটি সহজ উপায় রয়েছে, আর তা হল "Facebook Xtream". এর ম্যাধ্যমে আপনারা যেকোনো আইডির হাইড করা মোবাইল নাম্বার অর ই-মেইল দেখতে পারবেন, তাছাড়াও দেখতে পারবেন যে ঐ ইউজার কোথা থেকে ফেসবুক ব্যবহার করে, ঢাকা নাকি কুমিল্লা নাকি অন্য কোথাও ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
  • ডাউনলোড করে সফটওয়্যার টি ওপেন করুণ।
  • যার ই-মেইল বা মোবাইল নাম্বার দেখবেন তার প্রোফাইল address টি "Profile URL" এ বসিয়ে "Go" বাটন এ ক্লিক করুণ।
বাস, পেয়ে যাবেন তার সকল details।

Online e Euro earn koron

Facebook, Twitter & Gmail ID দিয়ে আপনি এই লিংক ( Sign Up ) থেকে Euro ইনকাম করতে পারবেন। প্রথমে এই লিংক এ গিয়ে 1টা ID খুলুন। তারপর ডান পাসে Your Balance এর নিচে আপনার FB, Twitter & Gmail ID গুলো Connetc করুন।
তারপর Your Account থেকে FB, Twitter, Google+, Youtube ও Traffic পেজ ভিজিট করে লাইক, ফলো, কিলিক, ভিডিও পেজ ওপেন ও Traffic পেজে গিলেই আপনার Account এ Credit জমা হবে। তবে মনে রাখবেন FB ও Twitter পেজ Like করার পর Update এ Click না করলে আপনার Credit জমা হবে না। 2 Credit= .01 Euro। 15 Euro হলেই আপনি Paypal এর মাধ্যমে Cash Out করতে পারবেন।
তাছাড়া আপনি আপনার Ref Link এর মাধ্যমেও আয় করতে পারবেন। আপনার Ref Link এর মাধ্যমে যারা আয় করবে আপনি তার 15% পাবেন। দয়া করে ঊপরে দওয়া আমার Ref Link টা ব্যবহার করুন তাতে আমার কিছুটা লাভ হবে। সবাই কে ধন্যবাদ।

Friday, March 14, 2014

Basic অ্যান্ড্রয়েড এপস সকলের জন্য প্রয়োজনীয়, যা না থাকলে অ্যান্ড্রয়েড মোবাইল-ই বৃথা [বর্ণনা+ডাউনলোড]

বর্তমানে অ্যান্ডয়েড মোবাইল জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে, এর মূলে রয়েছে অ্যান্ডয়েডের ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন কাজের উপযোগী অজস্র এপস। অ্যান্ডয়েডের মৌলিক কিছু এপসের বর্ণনা এবং এর ডাউনলোড লিংক দেয়া হল:
১. স্কাইপ: বিনামূল‌্যে ভয়েস কল এবং ভিডিও করার জন্য স্কাইপ পৃথিবীখ্যাত সর্বশ্রেষ্ঠ সফটওয়ার। স্যামসং ব্যতীত অন্য কম্পানির[ আইফোন+ সনি]  মোবাইল সেটে ডিফল্ট ভিডিও কলার না থাকায়, ৩জি ব্যবহার করে সার্বজনীন ভিডিও কলের জন্য স্কাইপ সেরা সফটওয়ার। স্কাইপ মাধ্যমে আইডি খুলে অন্য স্কাইপ ইউজার এর সাথে ভয়েস অথবা ভিডিও কল করা যায়।

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.skype.raider
২. এডবি রিডার: এটি অ্যান্ডয়েড মোবাইলের জন্য একটি ভাল মানের পিডিএফ রিডার। এটি খুব কম র্যামেই চলে। এর মাধমে অবসরে বই পড়া যায়। :lol:

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.adobe.reader
৩. এম এক্স প্লেয়ার: অ্যান্ডয়েড মোবাইলে যে কোন ধরণের ভিডিও প্লে করার জন্য এটি সেরা একটি ভিডিও প্লেয়ার।

Google Play Link::  https://play.google.com/store/apps/details?id=com.mxtech.videoplayer.ad
৪. কালার নোট: বিভিন্ন গুরুত্ব জিনিস লিখে রাখার জন্যে কালার নোট একটি ভাল এপস। এতে রিমাইনডার সেট করার ব্যবস্থা
রয়েছে।

Google Play Link::  https://play.google.com/store/apps/details?id=com.socialnmobile.dictapps.notepad.color.note
৫. ফ্ল্যাশ লাইট: অ্যান্ডয়েডের ডিফল্ট এলইডি লাইটকে টর্চ লাইট হিসেবে ব্যবহার করার একটি এপস। এর মাধ্যমে টর্চ লাইটের কাজ চালানো যাবে। তবে বেশী ব্যবহার করা উচিত নয়।


Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.devuni.flashlight
৬. গুগল ম্যাপস: গুগল ম্যাপস সম্পর্কে বলার কিছুই নাই। এটি অ্যান্ডয়েডের সেরা এপস গুলোর একটি। । জিপিএস ফিচার যুক্ত মোবাইলে এর মাধ্যমে আচেনা গন্তব্যে প্রথমে ভার্চুয়ালী পরে সরাসরি যাওয়া যায়। যা ভ্রমনপিয়াসীদের জন্যে খুবই উপযোগী। 8-)

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.maps
৭. ক্লিন মাস্টার: অ্যান্ডয়েড মোবাইলের ব্রাউজিং হিস্ ট্রি, কুকি, র্যাম বুস্টের জন্য সেরা একটি সফটওয়ার। ক্লিন মাস্টার এর মাধ‌্যমে সেটের ইন্টারনাল মেমরির এপসকে মেমরি কার্ডে অথবা মেমরি কাডের এপসকে ইন্টারনাল স্টোরেজ-এ স্থানান্তর করা যায়। এটি অনেকটা সি ক্লিনারের মত কাজ করে।

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard
৮. ভয়েস রেকর্ডার: এর মাধ্যমে যেকোনো ভয়েস, লেকচার, গান  এমপি৩, এএমআর ফরম্যাটে রেকর্ড করা যায়।

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.mobitourist.irecorder
৯.কল ব্লকার: কল ব্লকার এপসটি ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কল এবং এসএমএস ব্লক করা যায়।


Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.netqin.mm
১০. বাংলা টিভি অনলাইন: বাংলা টিভি অনলাইন একটি বাংলাদেশী এপস। এর মাধ্যমে ৩জি ব্যবহার করে চ্যানেল আই, চ্যানেল ৯, চ্যানেল ২৪ সহ বিভিন্ন বাংলা চ্যানেল দেখা যায়।

Google Play Link:: https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev190905.app267243
১১. বিডি নিউজপেপার অল ইন ওয়ান: বাংলাদেশের সমস্ত বাংলা এবং ইংরেজী নিউজপেপার পড়ার একটি চমৎকার এপস। এটি ২জি নেটওয়ার্কেও ভাল চলে।

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.androidbd.bdnewpapersall
১২. ইংরেজী টু ইংরেজী অভিধান:  এটি চমৎকার একটি আফলাইন ইংরেজী টু ইংরেজী অভিধান মাত্র ১৫ মেগাবাইটের।

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=livio.pack.lang.en_US
১৩. স্ম্যার্ট কম্পাস/ টুল: জিপিএস সেন্সর সমৃদ্ধ অ্যান্ড্রয়েড মোবাইলে দিক নির্ণয়ের একটি টূল যা- কম্পাস হিসেবে কাজ করে। এছাড়াও এর মাধ্যমে দুরত্ব নির্ণয় করা যায়। এতে ফ্ল্যাশ লাইটেরও ব্যবস্থা আছে।

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=kr.sira.compass
১৪. ক্রিক বাজ: লাইভ ক্রিকেট খেলার বল বাই বল স্কোর ও কমেন্ট জানার জন্যে সেরা এপস। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সব লাইভ স্কোরিং এপস এর মত এটিও ১৫ মিনিট পূর্বের তথ্য সরবরাহ করে। ২জি তে ভাল কাজ করে।

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.cricbuzz.android
১৫. ভল্ট: গুরুত্বপূর্ন কন্টাক্ট, এএমএস, পিকচার, ভিডিও হাইডের জন্যে সেরা একটি এপস। 8-O

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.netqin.ps
১৬. ক্রেজি ডেসট্রয়ার: মাত্র ১৫ মেগাবাইটের অ্যান্ডয়েডের সেরা একটি গেমস। মষ্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.topgames.Destroyer
১৭. ফ্রুট নিনজা: অত্যন্ত  মজার একটি গেমস যা- একই কাজ করে।

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.halfbrick.fruitninjafree
১৮. ক্যান্ডি ক্রাস সাগা: ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় গেমস।

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.king.candycrushsaga
১৯. ৮ বল পুল: ফেসবুকের  জনপ্রিয় গেমস।

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.miniclip.eightballpool
২০.প্রাইভেট ডাইরি: দৈনন্দিন উৎপাদনমূলক কর্মকান্ড লিপিবদ্ধ করার একটি এপস। এতে পাসওয়ার্ড এবং ব্যাকআপ সুবিধা রয়েছে। :oops:

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=app.diary
এরকম আরও কিছু এপস ফেসবুক, কল রেকর্ডার, গুগল টক, ইউসি ব্রাউজার, ম্যাথ ওয়ার্ক আউট ইত্যাদি।
*************গুগল প্লে থেকে সরাসরি পিসিতে অ্যান্ডয়েড এপস ডাউনলোড করার পদ্ধতি:
১. GOOGLEPLAY থেকে এপসটি ইন্সটল পেজে যেতে হবে এবং এপসটির URL লিংক কপি করতে হবে।
২. http://apps.evozi.com/apk-downloader/ এই সাইটে ঢুকে URL লিংকটি পেস্ট করে Generate Download Link এ ক্লিক করতে হবে।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

আপনার নিজের নাম্বার থেকে ফ্রীতে আনলিমিটেড SMS পাঠান

আপনার নিজের নাম্বার থেকে ফ্রীতে আনলিমিটেড SMS পাঠান ।
একাউন্ট খোলার নিয়ম
স্টেপ 1. প্রথমে এখানে যান www.mjoy.com
2. Join এ ক্লিক করুন ।
3. এবার আপনার দেশ, ফোন নাম্বার দিন । ও security code ছবি যা দেয়া আছে সেটা দিয়ে REGISTER এ ক্লিক করুন ।
এবার আপনার ফোনে একটা SMS আসবে সেই SMS এ একটা লিংক আছে সেটা ht থেকে শেষ পর্যন্ত কপি করে আপনার ব্রাউজার এ Paste করে Ok দিন ।
এবার স্টেপ 1. Nickname 2. password 3. ok [নোট: Nickname এর মাঝে যেন স্পেস না পড়ে ] SUCCES হলে লগ ইন করুন । বাকী টুকু নিজেই পারবেন । এবার GF & BF এর কাছে লিমিট বিহীন SMS পাঠান যত খুশি তত । আমি নিজেও use করতেছি ।।।

Note pad দিয়েই খুব সহজে একটা Simple Calculator তৈরি করুন

Notepad দিয়েই খুব সহজে একটা Simple Calculator তৈরি করুন । আর এই Calculator ব্যবহার করার সময় আপনি বেশ কয়েক  ধরনের Color ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন
১. প্রথমে আপনার Computer থেকে Notepad অপেন করুন।
২. তারপর নীচের Code গুলো Copy করে Paste করুন।
@echo off
title calculator
color 0f
echo.
echo.
echo ___________________________________________________________________
echo -
echo Colour Changer, Type In The Colour Code You Want Then Press Enter.-
echo -
echo ___________________________________________________________________
echo.
echo.
set /p code=colour Code:
color o;de%
cls
goto top
:top
echo Colour Code: o;de%
echo ________________________________________________________________
echo -
echo My Calculator -
echo Just Type In Your problem Sum And press Enter -
echo Add=+ Subtract=- Multiply=* Divide=/ previous answer=ans -
echo Note: Answers For Division Are Rounded Off -
echo -
echo ________________________________________________________________
echo.
set /p prob=
set /a ans=&#xpr;ob%
echo.
echo =
n;s%
echo ________________________________________________________________
pause
cls
echo Previous Answer:
n;s%
goto top
pause
exit
৩. তারপর এটি Calculator.bat নামে save করুন ।
৪.তারপর Double Click করে অপেন করুন।
৫.দেখবেন যে Color Code চাইছে। Color Code গুলো হল
0. Black
1. Blue
2. Green
3. Aqua
4. Red
5. Purple
6. Yellow
7. White
8. Gray
9. Light Blue
10. Light Green
11. Light Aqua
12. Light Red
13. Light Purple
14. Light Yellow
15. Light White
এগুলোর মধ্যে যেকোন একটি অক্ষর দিয়ে Enter চাপুন ।এবার ব্যবহার করুন.

ভেঙে দিন সব বাধন আবার জেনে নিন কম্পিউটারের এডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user your name /add লিখে এন্টার করুন তাহলে your name নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার your name ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator your name /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (your name) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস

**কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।**Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
**কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।
** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।

জানালা ৭/৮/৮.১ এর বুটেবল পেনড্রাইভ নিজেই তৈরি করুন…..

আজ আমি শেখাবো কি ভাবে বুটেবল পেনড্রাইভ বানাতে হয়। তাহলে চলুন কিভাবে পেনড্রাইভ বুটেবল বানাবেন।
প্রয়োজনীয় উপকরন:
১)একটি পেনড্রাইভ নূন্যতম 4GB হতে হবে 8GB হলে আরও ভালো।
২)নিম্নে দেওয়া লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন-----
Download Here
পাসওয়ার্ড:engineerreza.com
ডাউনলোড করার পর সফটওয়্যার টি খুলুন, খোলার পর নিচের মত দেখতে পাবেন

এরপর Quick Format চেক বাক্সে টিক চিহ্ন দিন এবং Do it! বোতামে চাপ দিন।

নীচের মত আসবে....

OK বোতামে চাপ দিন, পেনড্রাইভ টি বিন্যাস হওয়া শুরু করবে…

বিন্যাস হওয়ার পর নীচের মত আসবে

Thanks! বোতামে চাপ দিন, নীচের মত আসবে

Drop Source of Click লেখাটায় চাপ দিন নীচের মত আসবে

এরপর আপনার জানালা ৭/৮/৮.১ এর ISO ফাইলটি যেই Drive এ আছে সেটা Browse করে দেখিয়ে দিন…

Open বোতামে চাপ দিন, নীচের মত আসবে।

Do it! বোতামে চাপ দিন, নীচের মত আসবে

এরপর নীচের মত আসবে

পেনড্রাইভ বুটেবল হচ্ছে…..

শেষ হওয়ার পর নীচের মত আসবে

এরকম আসলে পেনড্রাইভটি এখন বুটেবল হয়ে গেছে। এখন আপনি এই পেনড্রাইভ দিয়ে জানালা সেট-আপ দিতে পারবেন।
সেট-আপ দেওয়ার পূর্বে করনীয়:
অবশ্যই বায়োস থেকে আগে 1st Boot Pendrive নির্বাচন করতে হবে। এবার আপনার পিসি/ল্যাপটপ পুনরারম্ভ করুন।
এবার নিশ্চিন্তে জানালা সেট-আপ শেষ করুন।

রান কমান্ডের যত ব্যবহার (Run Command)!!

১. একসেসিবিলিটি কন্ট্রোলস - access.cpl
২. একসেসিবিলিটি উইজার্ড - accwiz
৩. এড হার্ডওয়্যার উইজার্ড - hdwwiz.cpl
৪. এড/রিমুভ প্রোগ্রামস - appwiz.cpl
৫. এডমিনিষ্ট্রিটিভ টুলস - control admintools
৬. অটোমেটিকস আপডেট - wuaucpl.cpl
৭. ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড - fsquirt
8. ক্যালকুলেটর - calc
৯. সার্টিফিকেটস - certmgr.msc
১০ ক্যারেকটার ম্যাপ - charmap
১১. চেক ডিক্স (ডস) - chkdsk
১২. ক্লিপবোর্ড ভিউয়ার - clipbrd
১৩. কমান্ড প্রোম্পট - cmd
১৪. কম্পোনেন্ট সার্ভিস - dcomcnfg
১৫. কম্পিউটার ম্যানেজমেন্ট - compmgmt.msc

এক ক্লিকে আপনার কম্পিউটার বন্ধ করুন।

আমরা সাধারনত অনেক জায়গাতে ক্লিক করার মাধ্যমে কম্পিউটার বন্ধ করি। আমি আপনাদের শেখাব কিভাবে এক ক্লিকে আপনার কম্পিউটার বন্ধ করবেন।
প্রথমতঃ notepad open করুন, সেখানে shutdown –s -t 30 এটা লিখুন। এখানে 30 এর জায়গায় যেকোনো সংখ্যা দিতে পারেন। এবার ctrl+s দিন এবং Shutdown.Bat নামে save করুন।আপনার desktop এ একটি shortcut file তৈরি হবে। সেখানে ক্লিক করলেই আপনার কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ হবে। আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই।

ফটোশপ প্রজেক্ট:পানির ফোঁটা তৈরি করা।

আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।
আজ ফটোশপ প্রজেক্ট নিয়ে দ্বিতীয় টিউনে দেখাবো কিভাবে পানির ফোটা তৈরি করবেন।তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।
১.প্রথমে ফটোশপ ওপেন করুন।
২.এখন মেনুবার থেকে FILE>OPEN অথবা কিবোর্ড থেকে CTRL+O কমান্ড দিয়ে একটি নীল কালারের ইমেজ নিন।আমি এই ইমেজটি নিলাম।

৩.টুল অপশন থেকে ব্রাশটুল সিলেক্ট করে HARD ROUND ব্রাশটি নিন।  এবং টুল অপশনবার থেকে নিচের চিত্রে মত সেটিংস দিন।

৪.লেয়ার প্যালেটের নিচে CREATE A NEW LAYER আইকোনে ক্লিক করে একটি নতুন লেয়ার নিন।নিচের চিত্র দেখুন্

5.এবার FOREGROUND কালার ব্লাক রেখে ইমেজেটির উপর আপনার ইচ্ছামত স্থানে একবার ক্লিক করুন।নিচের চিত্র দেখুন।

৬.FILTER>LIQUIFY এ ক্লিক করুন তাহলে একটি চিত্র আসবে।সেখানে বামদিক থেকে TWIRL CLOCKWISE TOOL টি সিলেক্ট করে গোলকার ফোটাটির মাঝখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে 2/3 বার উপরের দিকে টানুন।তাহলে ইমেজটি নিচের মত হবে।

OK করুন।
৭.ড্রপ সেডো করতে হবে তার জন্যে লেয়ার ১ এর উপরে ডাবল ক্লিক করুন।তাহলে লেয়ার স্টাইল আসবে।সেখান থেকে ড্রপ সেডোতে ক্লিক করুন।এবং নিচের মত সেটিংস দিন।

এবার INNER SHADOW তে ক্লিক করুন এবং নিচের মত সেটিংস দিন।

INNER GLOW তে ক্লিক করুন।এবং নিচের মত সেটিংস দিন।

BEVEL & EMBOSS এ ক্লিক করুন।এবং নিচের মত সেটিংস দিন।

এবার OK বাটনে ক্লিক করুন।তাহলে ফোটাটি নিচের মত হবে।

৮.টুল অপশন থেকে SHARPEN TOOL সিলেক্ট করুন।এবং টুল অপশনবার থেকে নিচের মত সেটিংস দিন।

এবার ফোটাটির চারপাশে এবং উপরে হালকাভাবে ৪-৫ বার ড্রাগ করুন।তাহলে ফোটাটি নিচের মত হবে।

৯.টুল অপশন থেকে সিলেক্ট করুন DODGE TOOL  এবং নিচের মত সেটিংস দিন।
এবার ফোটাটির উপরে এবং চারপাশে ৫-৬ বার ড্রাগ করুন।তাহলে ফোটাটি নিচের মত হালকা পরিবর্তন হবে।

১০.এখন লেয়ার প্যালেটের উপরে  SET THE LAYER MODE থেকে SCREEN  সিলেক্ট করে দিন।নিচের চিত্রে দেখুন।

সর্বশেষ পানির ফোটা তৈরি হয়েছে।ভাল লাগলে কমেন্ট করবেন।