Monday, April 13, 2015

মানি ম্যানেজার, আপনার খরচের হিসেব রাখুন সহজে

;-) দৈনন্দিন জীবনে আমাদের খরচ বেড়েই যাচ্ছে, এর সাথে বাড়ছে অস্থিরতা, টাকা পয়সার হিসেব রাখার কথা মনেই থাকেনা, তখন পরতে হয় মহা জামেলায়। Credit card এর বিল কতো, মাসের বেতন কোথায় কি কত খরচ হয়েছে, কিছুই বুঝতে পারিনা। তাই এই সমস্যা থেকে রেহাই পেতে নিয়ে আসলাম Note Accounts বা Money Manager. 
এই apps টি দিয়ে আপনি আপনার আয়-ব্যয় এর হিসেব রাখতে পারবেন, মাস শেষে সম্পূর্ণ সামারিও পেয়ে যাবেন।
তো চলুন কি ভাবে ব্যবহার করতে হয় তা শিখি - প্রথমেই নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন apps টি।  :-)
আপনার Android Mobile এ সেটআপ দিন।
দেখেন উপরের মতোই ভিউ হয়েছে, কিন্তু ব্লাঙ্ক দেখাবে। আমার টায় কিছু Information দেখাচ্ছে, এই গুলো আপনাদের শেখানোর জন্যই যোগ করেছি।
আপনার আয়ের টাকা লিখবেন Income (+) এর ঘরে। আর ব্যয়ের টাকা লিখবেন Payment (-) এর ঘরে।
a) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Total লিখেছি, তার পাশে Income+ এ ৭২৬৭০.১৫ টাকা লিখেছি। এই টা হচ্ছে আমার এই মাষের মোট ইনকাম।
b) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Masum লিখেছি, তার পাশে (Payment (-) এর ঘরে) কারন আমি Masum কে 5000 টাকা দিয়ে দিচ্ছি, এইটাই আমার খরচ।
c) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Islam লিখেছি, তার পাশে Income+ এ 50000 টাকা লিখেছি। এই টা হচ্ছে Islam আমাকে আমার টাকা ফেরত দিয়েছে। যা আমি অকে দার দিয়ে ছিলাম।
তাহলে সব শেষে Balance এ দেখেন ১১৭৬৭০.১৫ টাকা আছে, তো এই ভাবে আমি আমার হিসেব রাখি। যখন ইচ্ছে তখনি আমি আমার হিসেব পেয়ে যাই।
ব্যবহার করে দেখেন, ভালো লাগবে।
8-) বুজানোর জন্য অনেক কিছুই লিখেছি, তবুও যদি কারো বুঝতে সমস্যা হয়, তবে জানাবেন, সাহায্য করতে চ্যস্টা করব ইনশাল্লাহ।

No comments:

Post a Comment