এই apps টি দিয়ে আপনি আপনার আয়-ব্যয় এর হিসেব রাখতে পারবেন, মাস শেষে সম্পূর্ণ সামারিও পেয়ে যাবেন।
তো চলুন কি ভাবে ব্যবহার করতে হয় তা শিখি - প্রথমেই নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন apps টি। 
আপনার Android Mobile এ সেটআপ দিন।
দেখেন উপরের মতোই ভিউ হয়েছে, কিন্তু ব্লাঙ্ক দেখাবে। আমার টায় কিছু Information দেখাচ্ছে, এই গুলো আপনাদের শেখানোর জন্যই যোগ করেছি।
আপনার আয়ের টাকা লিখবেন Income (+) এর ঘরে। আর ব্যয়ের টাকা লিখবেন Payment (-) এর ঘরে।
a) দেখেন
আমি এইখানে Transaction এর ঘরে Total লিখেছি, তার পাশে Income+ এ ৭২৬৭০.১৫
টাকা লিখেছি। এই টা হচ্ছে আমার এই মাষের মোট ইনকাম।b) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Masum লিখেছি, তার পাশে (Payment (-) এর ঘরে) কারন আমি Masum কে 5000 টাকা দিয়ে দিচ্ছি, এইটাই আমার খরচ।
c) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Islam লিখেছি, তার পাশে Income+ এ 50000 টাকা লিখেছি। এই টা হচ্ছে Islam আমাকে আমার টাকা ফেরত দিয়েছে। যা আমি অকে দার দিয়ে ছিলাম।
তাহলে সব শেষে Balance এ দেখেন ১১৭৬৭০.১৫ টাকা আছে, তো এই ভাবে আমি আমার হিসেব রাখি। যখন ইচ্ছে তখনি আমি আমার হিসেব পেয়ে যাই।
ব্যবহার করে দেখেন, ভালো লাগবে।
No comments:
Post a Comment