Friday, February 27, 2015

কি ভাবে পেন ড্রাইভের Write Protection রিমুভ করবেন

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন । আজ আমি আপনাদের দেখাতে চলেছি কি করে পেন ড্রাইভের রাইট প্রটেকশন দূর করা যায় ।
সবার প্রথমে পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে সংযুক্ত করুন।
এরপর Win Key + R চেপে রান কমান্ড নিয়ে আসুন। রান কমান্ডে regedit লিখে regedit.exe নিয়ে আসুন।
এখন regedit থেকে
\Computer\
\HKEY_LOCAL_MACHINE\
\SYSTEM\
\CurrentControlSet\
\Control\
\StorageDevicePolicies\
এর ভেতরে যান।  ডান পাশে দেখবেন (Default) এবং WriteProtect নামে দুইটা ফাইল আছে। যদি WriteProtect নামে কোন ফাইল না থাকে তবে ডান পাশে ফাকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New >> DWORD (32-bit) value থেকে নতুন একটা ফাইল তৈরি করুন এবং নাম দিন WriteProtect
usb drive write protected, how to remove write protection from usb, sub drive write protected
এখন ঐ WriteProtect ফাইল ডাবল ক্লিক করে Value Data তে মান 0 করে দিন ।
usb drive write protected, how to remove write protection from usb, sub drive write protected
যাদের কম্পিউটারে WriteProtect ফাইল আগে থেকেই আছে তাদের WriteProtect ফাইল তৈরি করার দরকার নাই। তারা শুধু Value Data তে মান 0 করে দিলেই হবে।
দেখা হবে আরেক টিউনে আজকের মত বিদায় ।

No comments:

Post a Comment