Tuesday, April 8, 2014

Kaspersky চালান আজীবন!!! কোন Key এর ঝামেলা নাই!!!


ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি সবার মতে সবচেয়ে ভাল একটা এন্টিভাইরাস। কিন্তু ফ্রি তে তো আর ব্যবহার করা যাবে না!! সে জন্য রয়েছে বিশেষ এক উপায়। এত করে কোন Key এর ঝামেলাও নাই আবার ফ্রিতেও ব্যবহার করা যাবে!!
এজন্য আপনাকে 315.45 KB  কিলোবাইট এর মত একটা জিনিস ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করতে হলে   এখান
আপডেট কপি করবেন যেভাবে:
kaspersky চালু করুন. তারপর সেটিংস এ যান। তারপর এডিশনাল
তারপর কপি আপডেটস টু ফোল্ডার এ টিক দিন এবং আপনার পিসির যেকোন খানে ব্রাউস করে রেখে দিয়েন।
এখন থেকে নিয়মিত ওইখানে আপডেট সেভ হবে। ছবিগুলো দেখলে বুঝবেন।
১) প্রথমে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি নিচের আইকন থেকে অপেন করুন।
২) তারপর সেটিংস এ যান।
http://www.rongmohol.com/uploads/346_1.jpg
৩) সেটিংস বামপাশে দেখুন অপশন আছে। সেখানে ক্লিক করুন।
http://www.rongmohol.com/uploads/346_kis2.jpg
৪) তারপর দেখুন সেলফ ডিফেন্সে টিক দেওয়া আছে কিনা। টিক দেওয়া থাকলে টিক উঠিয়ে দিন।
http://www.rongmohol.com/uploads/346_kis3.jpg
৫) ট্রায়াল রিসেট চালু করুন
৬) অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন
৭) কাজ সম্পাদনা করুন।
৮) এক্টিভেট করতে বললে এক্টিভেট ট্রায়াল ভার্সন সিলেক্ট করুন।
ব্যাস এবার হয়ে গেল আরো ৩০ দিন। এভাবে প্রতিবার আপনি ব্যবহার করতে পারবেন ক্যাসপারস্কাই!!
বিশেষ দ্রষ্টব্য: ট্রায়াল রিসেট হওয়ার পর ডাটাবেজ করাপ্টেড হতে পারে। বলবে আপডেট করুন। ইন্টারনেট থেকে আবার আপডেট করা ঝামেলার কাজ। Kaspersky Update করুন ইণ্টারনেট ছাড়া!!! দেখতে পারেন আশা করি কাজে দেবে!!! আর একটা কথা ট্রায়াল রিসেট কে ক্যাসপারস্কাই, অ্যাভস্টসহ বেশ কিছু এন্টিভাইরাস ভাইরাস হিসেবে দেখে। তাই এটাকে ভাইরাস হিসেবে মুছতে বললেও মুছবেন না যেন!!!
ENJOY LiFE long VALidity

No comments:

Post a Comment