IT Learning
Saturday, April 18, 2015
Monday, April 13, 2015
আপনার মেমোরী কার্ড/পেনড্রাইভ Format নিচ্ছে না (নিয়ে নিন সমাধান)
আজ আমার দোকানে এক কাস্টমার আসল ,
তার প্রবলেম হল মেমোরী কার্ডে কোন
কিছু ডিলেট এবং কি কিছু লোড নিচ্ছে না,
অনেক দোকানদার কে দেখাল, কেউ পারলো
না, অবশেষে অন্য লোকের মারফতে আমার
কাছে আসল, তার আশা আছে আমি পারব।
প্রথমে আমি ও ফরম্যাট গিয়ে দেখি write
protected করা মেমোরী টি ।
(ইনশাআল্লাহ আমি ও নেমে পড়লাম সমস্যা
সমাধানে পেয়ে গেলাম অবশেষে সমাধান)
প্রথমে My Computer এ রাইট বাটন ক্লিক
করে Manage এ ক্লিক করুন।
এবার, Disk Management ক্লিক করুন। তাহলে
মেমোরী কার্ড/পেনড্রাইভ শো করবে
মাউসের রাইট বাটন ক্লিক করে Format এ
ক্লিক করে নিচের মত ফরম্যাট দিয়ে দিন।
এবার দেখুন কত সুন্দর ভাবে মেমোরী
কার্ড/পেনড্রাইভ ফরম্যাট হয়ে গেল।
নিয়মটি জেনে রাখুন হয়ত তো কোন এক সময়
সমস্যায় পড়লে কাজে আসবে। এখন আপনি
মেমোরিতে লোড এবং ডিলেট করতে
পারবেন।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ
মানি ম্যানেজার, আপনার খরচের হিসেব রাখুন সহজে
এই apps টি দিয়ে আপনি আপনার আয়-ব্যয় এর হিসেব রাখতে পারবেন, মাস শেষে সম্পূর্ণ সামারিও পেয়ে যাবেন।
তো চলুন কি ভাবে ব্যবহার করতে হয় তা শিখি - প্রথমেই নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন apps টি। 
আপনার Android Mobile এ সেটআপ দিন।
দেখেন উপরের মতোই ভিউ হয়েছে, কিন্তু ব্লাঙ্ক দেখাবে। আমার টায় কিছু Information দেখাচ্ছে, এই গুলো আপনাদের শেখানোর জন্যই যোগ করেছি।
আপনার আয়ের টাকা লিখবেন Income (+) এর ঘরে। আর ব্যয়ের টাকা লিখবেন Payment (-) এর ঘরে।
a) দেখেন
আমি এইখানে Transaction এর ঘরে Total লিখেছি, তার পাশে Income+ এ ৭২৬৭০.১৫
টাকা লিখেছি। এই টা হচ্ছে আমার এই মাষের মোট ইনকাম।b) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Masum লিখেছি, তার পাশে (Payment (-) এর ঘরে) কারন আমি Masum কে 5000 টাকা দিয়ে দিচ্ছি, এইটাই আমার খরচ।
c) দেখেন আমি এইখানে Transaction এর ঘরে Islam লিখেছি, তার পাশে Income+ এ 50000 টাকা লিখেছি। এই টা হচ্ছে Islam আমাকে আমার টাকা ফেরত দিয়েছে। যা আমি অকে দার দিয়ে ছিলাম।
তাহলে সব শেষে Balance এ দেখেন ১১৭৬৭০.১৫ টাকা আছে, তো এই ভাবে আমি আমার হিসেব রাখি। যখন ইচ্ছে তখনি আমি আমার হিসেব পেয়ে যাই।
ব্যবহার করে দেখেন, ভালো লাগবে।
এবার আপনার সাইট থেকে আয় করেন প্রতি Click এ ১.৮০ টাকা।
সাইটা নতুন আমার চেনা। ওরা টাকা পেইড করে ঠিক মতে যার কারনে আপনাদের পরিচয় করে দিচ্ছি।
মাএ ৫০ Click এ এক ডোলার।
প্রথমে লিংকে জান
গিয়ে রেজিস্টার করেন।
এবার Email And Password দিয়ে লগিন করেন
, তার পর লগিন করা হলে নিচে যান গিয়ে দেখবেন
.star. Sites & Adcodes
লেখা আছে সেখানে গিয়ে আপনার সাইটের ডোমেইন নেম দিয়া রেজি করেন
তার পর Ad code এ গিয়ে
Redirect Ad Link
HTML Adcode
Pop Under Adcode
JavaScript Adcode
যে কোন একটা থেকে কোড নিয়ে আপনার সাইটের Html Code এ গিয়ে সাইটের যে কোন স্থানে পেস্ত করেন।
এবার আপনার পেস্ট করা কোডে কেউ যদি কিল্ক করে তা হলে আপনার একাউন্টে ডোলার জমবে
★টাকা তুলার নিয়ম ★
যদি এপনর দেয়া এডে ২১ বার কিল্ক করা হয় তা হলে Pyout এ গিয়া যে বাভে টাকা তুলতে চান সে নামে কিল্ক করেন
যমেন recharge করতে চাইলে mobile recharge a click করে আপনার নাম্বার টা দেন ব্যস ২ ঘন্টার মধ্য টাকা পেয়ে যাবেন।
কেউ যদি না বুঝেন তাহলে আমাকে যানান
ফেসবুকে আমি
মাএ ৫০ Click এ এক ডোলার।
প্রথমে লিংকে জান
গিয়ে রেজিস্টার করেন।
এবার Email And Password দিয়ে লগিন করেন
, তার পর লগিন করা হলে নিচে যান গিয়ে দেখবেন
.star. Sites & Adcodes
লেখা আছে সেখানে গিয়ে আপনার সাইটের ডোমেইন নেম দিয়া রেজি করেন
তার পর Ad code এ গিয়ে
Redirect Ad Link
HTML Adcode
Pop Under Adcode
JavaScript Adcode
যে কোন একটা থেকে কোড নিয়ে আপনার সাইটের Html Code এ গিয়ে সাইটের যে কোন স্থানে পেস্ত করেন।
এবার আপনার পেস্ট করা কোডে কেউ যদি কিল্ক করে তা হলে আপনার একাউন্টে ডোলার জমবে
★টাকা তুলার নিয়ম ★
যদি এপনর দেয়া এডে ২১ বার কিল্ক করা হয় তা হলে Pyout এ গিয়া যে বাভে টাকা তুলতে চান সে নামে কিল্ক করেন
যমেন recharge করতে চাইলে mobile recharge a click করে আপনার নাম্বার টা দেন ব্যস ২ ঘন্টার মধ্য টাকা পেয়ে যাবেন।
কেউ যদি না বুঝেন তাহলে আমাকে যানান
ফেসবুকে আমি
Subscribe to:
Posts (Atom)